×

সর্বশেষ :
শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত জানুয়ারিতে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২২-০৯-১৪, সময় - ১১:২৪:১৩

সিনেমায় কাজ করেছেন কণ্ঠশিল্পী পড়শী। এখন নিয়মিত অভিনয় করছেন নাটকেও। তবে সেটা বেছে বেছে। নির্মাতা সাজিন আহমেদ বাবু এর আগেও ‘মারিয়া ওয়ান পিস’ নামে কণ্ঠশিল্পী পড়শীকে নিয়ে নাটক নির্মাণ করেছেন। সেই নাটকে পড়শীর বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। সেই নাটক মিলিয়ন ভিউয়ের ঘরও পার করেছে। পড়শীকে নিয়ে আবারও নাটক নির্মাণ করলেন বাবু। সঙ্গে যুক্ত হয়েছেন ইয়াশ রোহান।

এই নাটকের মাধ্যমে প্রথমবার জুটি হলেন ইয়াশ রোহান ও পড়শী। নাটকের নাম ‘এখানে প্রেম শেখানো হয়’। পরিচালনা পাশাপাশি এটি রচনাও করেছেন সাজিন আহমেদ বাবু। সম্প্রতি উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

নির্মাতা জানান, নাটকের গল্পে দেখা যাবে, সুস্মিতা তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে চলেন। ফলে পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে তৈরি হয় তাঁর এক রকম বিচ্ছিন্ন জীবন, যার ফলে গুগলের সাহায্যে তাঁর জীবনে ঘটতে থাকে যত উদ্ভট ঘটনা। এতে পড়শী অভিনয় করেছেন সুস্মিতা চরিত্রে; আর ইয়াশ হচ্ছেন রিমন।

এতে অভিনয় প্রসঙ্গে পড়শী বলেন, ‘আমি গানের মানুষ। ভালো গল্পের নাটক পেলে মাঝেমধ্যে অভিনয় করছি। এটি আমার তৃতীয় নাটক। এর আগেও বাবু ভাইয়ের নির্মাণে কাজ করেছি। ভালো একজন নির্মাতা তিনি। এই নাটকে সামাজিক অনেক ব্যক্তব্য রয়েছে। গুগল আর সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, তার একটা আভাস থাকছে নাটকে। আশা করছি, এটি অনেকের মধ্যে সচেতনতা বাড়াবে।’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...