×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২২-০৮-২৩, সময় - ০৯:০০:২৯বয়স মাত্র ৩৬। এই বয়সে বন্ধুবান্ধবের সঙ্গে নাচ-গান, হৈচৈ করতেই পারেন যে কেউ। কিন্তু সবার সঙ্গে তো আর কোনো দেশের প্রধানমন্ত্রীর তুলনা চলে না। সেজন্যই হয়তো বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিতে নাচ-গানের সময় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন স্বপ্নেও ভাবেননি এই নিয়ে এতো জলঘোলা হবে। নেচে এহেন নাকাল হবেন তিনি।
আসলে সময়টাই ভালো যাচ্ছে না সানা মারিনের। এমনিতেই ন্যাটো সদস্যপদ নিয়ে ফিনল্যান্ডকে ‘হুমকিধামকি’ দিচ্ছে মস্কো। তুরস্কও এ নিয়ে নাখোশ। তার মধ্যে দিন দুয়েক আগেই দেশটির আকাশে ঢুকে পড়েছিল রুশ বিমান। দেশের এহেন পরিস্থিতিতে সানা মারিনের পার্টিতে গিয়ে নাচ-গানের ভিডিও ফাঁস হয়।
ফিনল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীর ওই উদ্দাম নাচ বিরোধীদের জন্য নিয়ে আসে সুবর্ণ সুযোগ। বিষয়টিকে সেই পুরোনো প্রবাদ, ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন’ এর সঙ্গে তুলনা করে বসেন তারা। সানা মারিনের এই কর্মকাণ্ড মোটেও প্রধানমন্ত্রীসুলভ নয় বলে রব ওঠে।
বিরোধী দলনেতা রিকা পুরাও তো দাবিই করে বসেন যে, প্রধানমন্ত্রীর উচিত স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানো। কারণ প্রধানমন্ত্রীকে নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।
অবশ্য এমন দাবির পর সত্যি সত্যি ড্রাগ টেস্ট করিয়েছেন সানা মারিন। আমি আমার জীবনে কখনো মাদক সেবন করিনি বলেও দিব্যি দিয়েছেন তিনি।
