×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১১-১০, সময় - ০৫:৪৫:০৩রাজধানীতে পৃথক দুটি স্থানে ২টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। দুর্বৃত্তরা আকাশ এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন দেয়।
এ ছাড়াও, রাজধানীর গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় বাড্ডা সড়কে যানজট বাড়তে থাকে। পরে পুলিশ এসে বাসগুলো সরিয়ে নেয়।
