×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১১-০১, সময় - ১৩:০৫:৪৭

মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী। শনিবার (১ নভেম্বর) বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে যায় রাজধানীর আকাশ। এরপর শুরু হয় দমকা হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টিপাত।

এর আগে, আজ সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।

তবে সকাল থেকে ঢাকার আকাশে রোদের লুকোচুরির দেখা মেলে। যদিও দুপুরের পর থেকেই আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। রোদ কমে আকাশ মেঘলা হতে থাকে। সাথে বইতে থাকে মৃদু বাতাস। অবশেষে বিকেলে দেখা মেলে এমন বৃষ্টির। সঙ্গে সঙ্গেই কমে যায় তাপমাত্রা।

এমন বৃষ্টিতে বিপাকে পড়েছে অফিসফেরত সাধারণ মানুষ। আচমকা এমন ধারায় অনেককেই ভিজতে দেখা গেছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও গতকালের দেয়া আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়, ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরর্পূব দিকে অগ্রসর হতে পারে। যার ফলে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...