×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২৬, সময় - ১২:৩২:২৮অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সৌন্দর্যের আবেদনই আলাদা। আলো-আঁধারিতে তোলা ছবিগুলো দেখলে একটাই বিশেষণ মাথায় আসে। আর তা হলো সেনসেশনাল। ব্যাকলেস গাউন আর কার্ল করা চুলে কিছুটা ডার্ক মুডের লুকে ভাবনাকে অত্যন্ত আবেদনময়ী লাগছে।




ছবি: ভাবনার ইন্সটাগ্রাম
