×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২৬, সময় - ০৭:৩৩:৪৫বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাঁধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও বিভেদ নেই, সব দলের নিজস্ব রীতিনীতি থাকে, সবাই সবার মতো মত দেবে, এটাই গণতন্ত্র। যার যার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়ারও পরামর্শ দেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্নমতকে সম্মান জানানো যায়। সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
