×

সর্বশেষ :
এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২৩, সময় - ১২:৫৩:৪০
শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। যদিও বড় হিরোর সঙ্গে করা ওই ছবিতে নিজেকে মেলে ধরার সুযোগ তার তেমন ছিল না। তাই ছোটপর্দার এই অভিনেত্রীকে নিয়ে অনেকের আগ্রহ ছিল, আবার কবে একটি সুযোগ আসবে তার সামনে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছিল ‘রাক্ষস’ নামে একটি নতুন ছবিতে যুক্ত হয়েছেন সাবিলা নূর। কিন্তু হঠাৎ জানা গেল ছবিটি ছেড়ে দিতে হয়েছে তাকে। কিন্তু কেন?
 
 
‘রাক্ষস’ পরিচালনা করছেন ‘বরবাদ’ দিয়ে পরিচিতি পাওয়া মেহেদী হাসান। ছবির শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর মাসে। ছবিতে সাবিলার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ, তেমনটিই চূড়ান্ত হয়েছিল। কিন্তু একই সময়ে শুটিং শুরু হবে সেরকম এক ছবিতেও যুক্ত হয়েছিলেন সাবিলা।
 
নতুন ওই সিনেমার নাম ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটি পরিচালনা করছেন তানিম নূর। বেশ আগে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাবিলা নূর। এ ছবির শুটিংয়ের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা। একসঙ্গে দুটি ছবির শুটিং করবেন না সাবিলা! তাই ‘বনলতা’র জন্য ‘রাক্ষস’ ছাড়লেন তিনি।
 
 
‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ। প্রায় কাছাকাছি সময়ে দুই ছবির শুটিংয়ের সময় নির্ধারণ হওয়ায় ‘রাক্ষস’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে ছবি থেকে নিজেকে প্রত্যাহার করেন সাবিলা নূর। তার এই দায়িত্ববোধের কারণে অনেকে প্রশংসা করছেন অভিনেত্রীর।
 
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে “বনলতা এক্সপ্রেস” নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছিল। এর মধ্যে “রাক্ষস” নিয়েও কথা এগোয়। কিন্তু একই সময়ে শুটিং পড়ে যাচ্ছে বলে একটি ছবি ছাড়তে হলো। দুই পরিচালকই আমাকে ভাবতে বলেছিলেন। দুটি ছবিতে কাজ করার ব্যাপারে দুজনই সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চেয়েছি।’
 
 
‘রাক্ষস’ ছবির পরিচালক মেহেদি হাসান জানান, সাবিলার বদলে তারা এখন নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে এরই মধ্যে কথাবার্তা হয়েছে। শুটিং শুরুর আগে চূড়ান্ত নাম প্রকাশ করবেন তারা।
 
গত ঈদুল আজহায় ১৩০টি হলে মুক্তি পায় শাকিব-জয়া-সাবিলা অভিনীত ছবি ‘তাণ্ডব’। এই ছবির মধ্যদিয়ে বড়পর্দার নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় সাবিলার। বহু বছর পর ছবিতে একত্রে দেখা যায় জয়া আহসান ও শাকিব খানকে। পরে গত আগস্ট মাসে দুটি ওটিটিতে অবমুক্ত হয় ‘তাণ্ডব’।
 

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...