×

সর্বশেষ :
শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত জানুয়ারিতে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২০, সময় - ০৮:০৯:২৫

দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে দিতে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে নতুন সিনেমার। নাম ঠিক না হওয়া ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। ঘোষণার পরই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন নির্মাতা সুরজ আর বরজাতিয়া। গল্পের কাজ শেষের দিকে। এতে আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ ছাড়া আরও কয়েকজন শক্তিশালী অভিনেতা দেখা যাবে বিভিন্ন চরিত্রে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

রাজশ্রী প্রোডাকশনস, মহাবীর জৈন ফিল্মস ও অনিতা গুরনানি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে ছবির শুটিং। এটি মুক্তি পাবে আগামী বছরে।

সুরজ আর বরজাতিয়া, যিনি বলিউডে পারিবারিক গল্পের জন্য বিখ্যাত তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘বিবাহ’ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসা সফলও হয়।

 

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। বড় পর্দায় এই অভিনেতার ‘ঠাম্মা’ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। সিনেমায় ‘আলোক গোয়াল’ নামে এক ইতিহাসবিদের কাহিনি দেখানো হয়েছে, যিনি ভ্যাম্পায়ারিজমের উৎস নিয়ে গবেষণায় মগ্ন। এ চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। এটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার।

অন্যদিকে সাইয়ারা-খ্যাত আহান পাণ্ডের সঙ্গে নতুন এক সিনেমায় নাম লিখিয়েছেন শর্বরী। যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।

 

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...