×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২০, সময় - ০৫:২৪:৩২অ্যানফিল্ডে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের সাক্ষী হলো দর্শক। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রায়ান এমবেউমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৭৮ মিনিটে কোডি গাকপোর গোলে সমতায় ফেরে অল রেডরা। ৬ মিনিট পরে আমোরিমের দল আবার এগিয়ে যায় হ্যারি ম্যাগুয়ারের হেডে। শেষ পর্যন্ত এই গোলটি ধরে রেখেই অ্যানফিল্ডে অনেক বছর পর জয় নিয়ে ফেরে ইউনাইটেড।
