×

সর্বশেষ :
শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত জানুয়ারিতে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০২-০২, সময় - ১১:২৮:৪৮

বহুদিন পর আবারও পর্দায় ফিরছেন কিং খান। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিটি হতে চলেছে শাহরুখের কামব্যাক ছবি। এ খবর অবশ্য বেশ পুরনো। এখন শোনা যাচ্ছে, নাসা, ডিসকভারি চ্যানেল, মাদাম তুসো এবং বুর্জ খলিফায় হবে শাহরুখের ‘পাঠান’-ছবির শুটিং। যা বলিউডে প্রথম। সারা পৃথিবীর বেশকিছু আইকনিক স্থানে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ‘পাঠান’-এর নির্মাতারা। এর আগে শুধুমাত্র হলিউড ছবির শুটিং এই আইকনিক জায়গাগুলিতে হয়েছে। যার মধ্যে রয়েছে টম ক্রুজের মিশন ‘ইম্পসিবল : ঘোস্ট প্রটোকল’, আর ভিন ডিজেল, ডোয়েন জনসন, পল ওয়াকারদের ‘ফিউরিয়াস সেভেন’।

আর এই নিয়ে চতুর্থবার শাহরুখ আইকনিক জায়গায় ছবির শুটিং করে ইতিহাস তৈরি করতে চলেছেন। এর আগে প্রথম বলিউডের ছবি হিসাবে কিং খানের ‘স্বদেশ’-এর শুটিং হয় ‘নাসা’য়। পরে ‘যব তক হ্যায় জান’-এর শুটিং হয় ডিসকভারি চ্যানেলের হেডকোয়ার্টারে। শাহরুখের ‘ফ্যান’ ছবির শুটিং হয়েছিল ‘মাদাম তুসো’তে। আর এবার এই সবকটি জায়গায় একই ছবির শুটিং হতে চলেছে। এখানেই শেষ নয়, চমক আরও রয়েছে। বুর্জ খলিফায় ‘পাঠান’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। এই ছবিতে বুর্জ খলিফার অন্দরমহলের ছবি উঠে আসবে, যা সম্ভবত প্রথম। জানা যাচ্ছে, ‘পাঠান’-এর জন্য আন্তর্জাতিক স্টান্ট টিম আনা হচ্ছে। শুধু শাহরুখ খানই নন, ‘পাঠান’ ছবিতে দেখা যাবে হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোনকেও। শাহরুখ অনুরাগীরা এখন ‘পাঠান’-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...