×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২১, সময় - ০৭:১৮:৪৮
নারায়ণগঞ্জে ধলেশ্বরী পারাপারের সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎শনিবার (২১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশের ডুবুরি দল।

এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে একজন মারা যান বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানিয়েছেন।

‎নিহতরা হলেন, সিঙ্গাপুর ফেরত প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

‎পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা আরো চারটি যানবাহন। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।

‎তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু।

‎ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের দেহটি পানির নিচে ফেরির পাখায় আটকে ছিল। সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।

‎নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে।

‎একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যেতে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

‎শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী ফেরীঘাটের নদীর পূর্বপাড় থেকে যানবাহন নিয়ে ফেরীটি পশ্চিমপাড়ে বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে গেলে ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করেন। ধারণা করা হচ্ছে ট্রাক নিউট্রাল না করে চালু করার কারণে ট্রাকটি চলতে শুরু করে। এসময় ট্রাকের সামনে ফেরিতে থাকা দুটি যাত্রীবাহী অটোরিকশা, একটি তিন চাকার ভ্যানগাড়ি এবং দুটি মোটরসাইকেলকে নিয়ে মাঝ নদীতে ট্রাকটি পড়ে যায়।

পরে ফেরিটি বক্তাবলী ঘাটে গিয়ে বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ফেরির বাকি যানবাহনগুলোকে নিরাপদে নামিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...