×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-২০, সময় - ১৩:৪৯:৪২
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এক শাবকসহ ৭টি হাতির মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও একটি হাতি। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে রাজ্যের হোজাই জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।


ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, আসামের সাইরাং জেলা থেকে নয়াদিল্লির দিকে রওনা হয়েছিল। গভীর রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় বুনো হাতির একটি পাল লাইনে চলে আসে। স্থানীয়দের দাবি ওই পালে কমপক্ষে ১১ থেকে ১২টি হাতি ছিল। দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে।

এদিকে হাতির পালের সঙ্গে ধাক্কা লাগার পরেই রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতোমধ্যেই বিশেষ ট্রেন পাঠিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গিয়েছেন ভারতীয় রেলের কর্মকর্তারাও।


এদিকে দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা ব্যাহত হয়েছে উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের রেল পরিষেবা। ভারতীয় রেলের উত্তরপূর্বাঞ্চলীয় বিভাগের আসাম শাখার কর্মকর্তারা জানিয়েছেন, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি নির্ধারিত ‘এলিফ্যান্ট করিডর’ (হাতির চলাচলের জন্য যেসব জায়গায় ট্রেনের গতি নিয়ন্ত্রিত করা বাধ্যতামূলক) নয়।

এ প্রসঙ্গে ভারতীয় রেলের উত্তর-পূর্ব বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জলকিশোর শর্মা বলেন, “যেখানে ঘটনাটি ঘটেছে, সেটা হাতির করিডর নয়। চালক হাতির দলকে দেখতে পেয়েই ব্রেক কষেছিলেন। কিন্তু দুর্ঘটনা এড়ানো যায়নি। যাত্রীদের কেউ আহত হননি। অন্য লাইন দিয়ে গাড়ি চলাচল করছে। সমস্ত ট্রেনের রিশিডিউল করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’


ভারতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু খুব বিরল কোনো ঘটনা নয়। দেশটির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে আসামসহ ভারতের একাধিক রাজ্যে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে কমপক্ষে ৭৯টি হাতির।

সূত্র : পিটিআই

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...