তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া প্রশাসন।
এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩১.৬ কিলোমিটার ভূগর্ভে।
ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়। এর আগে ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার এক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।
এ জাতীয় আরো খবর..