×

সর্বশেষ :
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ০৭:৫৩:১৬

প্রায় চার বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চললেও কেবল চলতি বছরেই ইউক্রেনীয় সামরিক বাহিনী প্রায় পাঁচ লাখ সেনা হারিয়েছে। এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভের দাবি, বিপুল পরিমাণ সেনা হারানোর কারণে ইউক্রেনের যুদ্ধ করার সক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে এবং জোরপূর্বক সেনা সমাবেশের মাধ্যমেও বাহিনীর সদস্য সংখ্যা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।

 

সংবাদমাধ্যম আরটি বলছে, বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভায় দেয়া বক্তব্যে ২০২৫ সালে ইউক্রেনের প্রায় পাঁচ লাখ সেনা হারানোর এ তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভ। সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। বেলৌসভ বলেন, গত এক বছরে ইউক্রেনের সামরিক সক্ষমতা প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে, যার ফলে বেসামরিক নাগরিকদের জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে বাহিনী পূরণ করার ক্ষমতাও কিয়েভের হারিয়ে গেছে।

 

তিনি বলেন, ‘ইউক্রেনের বাহিনী প্রায় পাঁচ লাখ সেনা হারিয়েছে। এর ফলে বাধ্যতামূলক বেসামরিক নিয়োগের মাধ্যমে সেনাদল পূরণ করার সক্ষমতা কিয়েভের আর নেই’। রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি অনুযায়ী, চলতি বছরে ইউক্রেন ১ লাখ ৩ হাজারের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার ৫০০টি ছিল পশ্চিমা দেশগুলোর তৈরি, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

 

রাশিয়ার সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর ২০২২ সালেই ইউক্রেন সাধারণ সেনা সমাবেশ ঘোষণা করে। সে সময় ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়। গত বছর দেশটি সেনা ভর্তির বয়সসীমা ২৭ থেকে কমিয়ে ২৫ বছরে নামিয়ে আনে এবং নিয়োগের নিয়ম আরও কঠোর করে। এই জোরপূর্বক সেনাভুক্তি অভিযানকে কেন্দ্র করে অনিচ্ছুক নাগরিকদের সঙ্গে নিয়োগ কর্মকর্তাদের একাধিকবার সহিংস সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

 

যুদ্ধক্ষেত্রে ব্যর্থতা ও জনবল সংকটের মুখে ইউক্রেনীয় বাহিনীর নিয়োগ অভিযান দিন দিন আরও কঠোর হয়ে উঠেছে। অনলাইনে ছড়িয়ে পড়া শত শত ঘটনায় দেখা গেছে, সেনা নিয়োগের দায়িত্বে থাকা কর্মকর্তারা সম্ভাব্য সেনাদের ওপর হামলা চালিয়েছেন, রাস্তায় ধাওয়া করেছেন এবং বাধা দিতে আসা পথচারীদের হুমকি দিয়েছেন।

 

 

তবে এত কঠোর ব্যবস্থার পরও ইউক্রেনের সরকারি কর্মকর্তা ও ফ্রন্টলাইনের কমান্ডাররা অভিযোগ করছেন, সেনা সমাবেশ নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। এর ফলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...