×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-২১, সময় - ০৬:৩৯:১৫মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন শোবিজ তারকারামাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন শোবিজ তারকারা
রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
এদিন দুপুরে স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অন্তত ৫০ জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
এমন ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশবাসী। সেইসাথে শোবিজ তারকারাও।
শাকিব খান লিখেছেন, রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’
মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’
শবনম বুবলী শোক জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’
