×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-২২, সময় - ১০:২৮:৪৩

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার রাতে পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। পদত্যাগপত্র তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দেন।

সোমবারই শুরু হয় সংসদের বর্ষাকালীন অধিবেশন। পদাধিকারবলে ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সোমবার বেলা ১১টার সময় যথারীতি তিনি রাজ্যসভায় আসেন। সভার কাজও শুরু করেন। শুরু থেকেই বিরোধীরা পেহেলগাম–কাণ্ড ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি জানাতে থাকেন। উপরাষ্ট্রপতি বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গেকে দাবির সমর্থনে কথা বলার সুযোগও করে দেন। তারপর তিনি বলার সুযোগ দেন সভার নেতা বিজেপির জেপি নাড্ডাকেও। হইচইয়ের মধ্যে চেয়ারম্যান জগদীপ ধনখড় দুপুর ১২টা পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন। তারপর তিনি আর সভায় আসেননি। রাতে রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...