×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-২৯, সময় - ০৮:৪৩:৪৩

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন। তারা সেনা কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার মরক্কোর উত্তরাঞ্চলে ফেজ-সাইস বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।


দেশটির সামরিক বাহিনী রয়েল আর্মড ফোর্স মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি একটি আলফা জেট ট্রেইনার যুদ্ধবিমান। বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এই বিমান ব্যবহার করে মরক্কো। রুটিন ট্রেইনিং মিশনের অংশ হিসেবে বিমানটি উড়িয়েছিলেন বিমান বাহিনীর দুই নবীন পাইলট।

ওড়ার সময় কোনও সমস্যা হয়নি, কিন্তু নামার সময় বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার আগেই বিধ্বস্ত হয় বিমানটি। এতে পাইলট ও সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হন। ‍

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...