×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-২৭, সময় - ০৫:২৮:৫৯এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসলেও অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি।
শুক্রবার সকালে শাবনূরের সবশেষ খোঁজ পাওয়া যায় ফেসবুক পাতায়। তবে এখানেই বিপত্তি! একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূরের নামে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে।
শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন শাবনূরকে সেই ফেসবুক পেজ সম্পর্কে অবহিত করলে ঢালিউড তারকা নিশ্চিত করেন ফেরিফায়েড শাবনূর আসল নয়।
এবার ভক্তদের সুখবর দিলেন শাবনূর। শনিবার রাতে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। সবার অনুরোধে এটা ভেরিফায়েড করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না।’
এর আগে শাবনূর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি।’
নকল শাবনূর সেজে যে পেজটি ভেরিফায়েড করা হয়েছে। এতে ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি বলে জানিয়েছেন শাবনূর। এ নায়িকা আরও জানান, তার আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। এরপর ভেরিফায়েডও করা হয়েছে।
শাবনূরের অ্যাডমিন জানিয়েছে, পেজটি থেকে শাবনূরের আইডি ও পেজ ব্লক করা, যাতে তারা তার কোনো অ্যাকটিভিটি খেয়াল করতে না পারে। এখন শাবনূরের সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে, পেজটি যেহেতু ভেরিফায়েড, ফলে সবাই মনে করবে এটি তারই।
ভেরিফায়েড পেজটি থেকে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার দায় বর্তাবে শাবনূরের ওপর-এমনটা উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।’
