×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-১২, সময় - ১১:২৭:৫৭
বলিউডের জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স (এমএইচসিইউ) নিয়ে এখন জোর গুঞ্জন-এই ঘরানায় যুক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি! সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি পোস্ট ঘিরেই এই আলোচনার সূত্রপাত।
স্টোরিতে দেখা যায়, ম্যাডক ফিল্মস-এর পাঠানো একটি গিফট হ্যাম্পার ও তাতে লেখা “নিউ বিগিনিংস”। পোস্টটি এখন মুছে ফেলা হলেও, ভক্ত ও চলচ্চিত্র বিশ্লেষকরা ইতিমধ্যেই ধরে নিচ্ছেন-এটাই হয়তো ওয়ামিকার নতুন প্রকল্পের ইঙ্গিত।
ওয়ামিকা সম্প্রতি রাজকুমার রাওয়ের সঙ্গে ভুল চুক মাফ সিনেমায় কাজ করেছেন, যা নির্মিত হয়েছে একই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে। রাজকুমারই ছিলেন স্ত্রী সিনেমার মূল নায়ক-যে ছবি থেকেই শুরু হয় এমএইচসিইউ’র যাত্রা। তাই ওয়ামিকার যুক্ত হওয়ার সম্ভাবনা এবার আরও জোরালো হয়ে উঠেছে।
এদিকে ম্যাডক ফিল্মস ইতোমধ্যে ঘোষণা করেছে তাদের নতুন অধ্যায়-থাম্মা, শক্তি শালিনী ও চামুণ্ডা। অনেকে ধারণা করছেন, ওয়ামিকা হয়তো এই নতুন গল্পগুলোর কোনো একটির মুখ্য চরিত্রে থাকবেন, আবার কেউ কেউ বলছেন, তিনি হয়তো জনপ্রিয় কোনো সিক্যুয়েলে চমক হিসেবে হাজির হবেন।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, বলিউড মহলে ধারণা-ওয়ামিকা গাব্বির উপস্থিতি এমএইচসিইউ-তে এক নতুন প্রাণসঞ্চার করবে। ভয় আর হাসির সংমিশ্রণে তৈরি এই জগত এবার হয়তো আরও রঙিন হয়ে উঠবে তাঁর ছোঁয়ায়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...