×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২৬, সময় - ০৪:৪১:৩৭টুইংক ক্যারলকে এই সময়ের টুইংকল স্টার বলা যায়। বিনোদন জগতের সব শাখাতেই নজর কাড়ছেন এই নতুন তারা। নাচের মেয়ে হিসেবে পরিচিতি বেশি। অভিনয় আর মডেলিংয়েও নজর কেড়েছেন। সম্প্রতি এক পডকাস্টের কারণে বেশ আলোচনায় এই ফ্যাশনিস্তা। চলুন ইন্সটাগ্রাম থেকে তাঁর কিছু ফ্যাশনেবল লুক দেখে আসি।
ছবি: টুইংক ক্যারলের ইন্সটাগ্রাম
