×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০৫, সময় - ১৪:১৯:২৬

একের পর এক চমক দিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রতিবার ভিন্ন ভিন্ন স্টাইল আর লুকে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন এই নায়িকা। এবার তাকে দেখা গেল জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ছোঁয়ায় একদম রেড হট পার্টি লুকে। কেকের ওপরের লাল চেরির মতোই উজ্জ্বল ও নজরকাড়া তার এই রেট্রো ভাইব। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

 

 

আজওয়া ব্র্যান্ডের গ্ল্যামারাস লাল সিল্কের শাড়িতে ফারিণকে লাগছিল অনন্য। শাড়িটিতে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ, সঙ্গে মিলিয়ে পরেছেন ব্যাকলেস ডিজাইনের ম্যাচিং ব্লাউজ। চিরাচরিত ড্রেপিংয়েই তিনি এনেছেন আধুনিক আবেদন, আর রঙের উজ্জ্বলতায় ফুটে উঠেছে তার অনন্য আকর্ষণ।

 

আজওয়া ব্র্যান্ডের গ্ল্যামারাস লাল সিল্কের শাড়িতে ফারিণকে লাগছিল অনন্য। শাড়িটিতে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ, সঙ্গে মিলিয়ে পরেছেন ব্যাকলেস ডিজাইনের ম্যাচিং ব্লাউজ। চিরাচরিত ড্রেপিংয়েই তিনি এনেছেন আধুনিক আবেদন, আর রঙের উজ্জ্বলতায় ফুটে উঠেছে তার অনন্য আকর্ষণ।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...