×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-১০, সময় - ১২:১৮:৪৩

এএফসি এশিয়ান বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রথম হোম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রতিপক্ষ সিঙ্গাপুর, ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। কিন্তু ম্যাচের ঘণ্টা কয়েক আগেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে ফুটবলপ্রেমীদের ঢল নেমেছে।

জ্যৈষ্ঠ মাসের ২৭ তারিখ, তীব্র রোদ উপেক্ষা করেই স্টেডিয়ামের সব প্রবেশপথে লাইন ধরে দাঁড়িয়ে আছেন হাজারো সমর্থক। পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের চারপাশজুড়েই ফুটবলপ্রেমীদের সরব উপস্থিতি প্রমাণ করছে দলকে ঘিরে সাধারণ মানুষের আবেগ ও প্রত্যাশা কতটা তীব্র।

ভুটান ম্যাচে ভোগান্তির স্মৃতি এখনও টাটকা। তাই এবার অনেকেই সময়মতো মাঠে আসার চেষ্টা করেছেন। পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ জানান, ভুটান ম্যাচে টিকিট থাকার পরেও মাঠে ঢুকতে পারিনি। এবার তাই আগেভাগেই চলে এসেছি, দলকে সমর্থন দিতে।

দেশের যে সকল স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনায়, দুপুর ২টা থেকেই গেট খুলে দেয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সাধারণ দর্শকদের প্রবেশের সুযোগ থাকবে।

জাতীয় দল আজ মাঠে নামবে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও সমিতের নেতৃত্বে। ফুটবলপাড়া ইতোমধ্যেই ম্যাচ ঘিরে গরম, আর স্টেডিয়ামের চিত্র তারই স্পষ্ট প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...