‘ব্যাচেলর পয়েন্ট’ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন ‘ইভা’ চরিত্রের
অভিনেত্রী পারশা ইভানা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুঞ্জন, যুক্তরাষ্ট্রে
স্থায়ী হতে চলে গেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ বলছিলেন, মার্কিন দেশে
পড়াশোনা করতে গেছেন তিনি। হঠাৎ দেশে ফিরে এসেছেন পারশা। যোগ দিয়েছেন বিনোদন
অঙ্গনের কয়েকটি অনুষ্ঠানেও। ধারণা করা হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজেও
ফিরছেন তিনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুকে ‘ইভা’ লিখে লাভ রিয়্যাক্ট দিয়েছেন
‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা জিয়াউল হক পলাশ। কাবিলা চরিত্রের এই অভিনেতার
জুটি হিসেবে ছিলেন পারশা। চলছে সিরিজের নতুন সিজনের সম্প্রচার। তবে নতুন
সিজনে তাকে দেখা যাচ্ছে না।
জানা গেছে, দর্শককে চমকে দিয়ে এই সিজনের যে কোনো পর্বে দেখা দেবেন
পারশা। পলাশের ফেসবুক পোস্ট সেই ইঙ্গিত বহন করছে। তার অনুরাগীরাও মন্তব্য
করছেন, রোকেয়ার চেয়ে ইভা ভালো। ঘটনা আসলে কী? এ প্রসঙ্গে মুখ খোলেননি পারশা
ইভানা। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখনো কোনো নাটকের কাজ শুরু
করিনি। তবে শুটিংয়ে ফিরলে বড় কোনো কাজ দিয়েই ফিরতে চাই।’ ‘ব্যাচলর
পয়েন্ট’-এর কোন পর্ব থেকে তাকে দেখা যাবে জানতে চাইলে পারশা বলেন, ‘আমি
এখনও ডাক পাইনি।’
নৃত্যশিল্পী হিসেবে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন পারসা।
ক্লাসিক্যাল নৃত্যে জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। নাচের রিয়্যালিটি
শোয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিন্তু তিনি এখন পরিচিতি পেয়েছেন অভিনয়শিল্পী
হিসেবে। দর্শক এখন তাকে চেনেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইভা হিসেবে।