বলিউড তারকা ইয়ামি গৌতম খোলামেলা জানালেন, কেরিয়ারের শুরুর দিকে
সৌন্দর্য নিয়ে কত চাপ সহ্য করতে হয়েছে তাঁকে। এক সাক্ষাৎকারে তিনি জানান,
এক সিনিয়র মেকআপ আর্টিস্ট তাঁকে বলেছিলেন ভ্রুর আকৃতি পাল্টে ফেলতে— তাতে
তিনি নাকি আরও “কুল আর এজি” দেখাবেন। মন্তব্যটি তাঁকে ভীষণ হতাশ করেছিল।
ইয়ামি বলেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছিল… আমি শুধু বলেছিলাম, আসুন এগিয়ে যাই
আর কাজটা করি।”
তবে শুধু এই অভিজ্ঞতাই নয়, ইয়ামি আরও স্পষ্ট করে বলেছেন
তিনি কোনো কসমেটিক সার্জারির পক্ষে নন। ‘আর্টিকেল ৩৭০’-এর নায়িকা জানান,
তিনি স্বাভাবিক সৌন্দর্যেই বিশ্বাস করেন। তাঁর মতে, মুখের আকৃতি বদলে ফেললে
হয়তো ম্যাগাজিন কভারে আকর্ষণীয় লাগতে পারে, কিন্তু সিনেমার পর্দায় সেটা
দৃষ্টি সরিয়ে নিতে পারে। একজন অভিনেত্রীর জন্য সেটি ক্ষতির কারণ।
ইয়ামির এই অবস্থান অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। কারণ
গ্ল্যামার দুনিয়ায় যেখানে কৃত্রিম সৌন্দর্যের প্রবল চাপ, সেখানে নিজের
স্বাভাবিক চেহারা ও ব্যক্তিত্বকে অটুট রাখার সাহস দেখাচ্ছেন তিনি। এতে তিনি
হয়ে উঠেছেন সেই অল্প কয়েকজন তারকার একজন, যাঁরা প্রকাশ্যে শোবিজের
অযৌক্তিক সৌন্দর্য মানদণ্ডকে চ্যালেঞ্জ করছেন।
এ জাতীয় আরো খবর..