×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-২২, সময় - ০৫:৪৪:৩৮এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুশ্চিন্তায় পড়লো বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
তবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, লিটনের চোট গুরুতর নয়। তবুও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ইনজুরি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে।
আগামী পরশু ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এরপরের দিনই টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। টানা দুই দিনে কঠিন দুটি ম্যাচ সামনে রেখে সোমবারই শেষবারের মতো প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ দল।
