×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-২২, সময় - ০৪:৫৯:২৬
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন।
বাঁধন, ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে শুরু রাজপথে সরব ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন।
গত মার্চ মাসের শেষ দিকে অভিনেত্রীকে ভারতীয় গয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে দাবি করেছিলেন নেটিজেনদের একাংশ। সে সময় এক পোস্টে হতাশা প্রকাশ করে তিনি লিখেছিলেন, আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম — কী দারুণ এক যাত্রা!
 
এবার নতুন করে সাইবার বুলিংয়ের কবলে পড়েছেন বাঁধন। বিষয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) বাঁধন লেখেন, আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি (বিস্তারিত পরে বলব)। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে — এখন নতুন শব্দ হলো ‘নাগিন’!
এরপর তিনি যোগ করেন, মানুষ আমাকে নানা নাম দিয়ে ডেকেছেন। কিন্তু এই নামটা মনে হয় একদম নতুন। আর সত্যি বলতে নাগিন নামটি খুব পছন্দ হয়েছে। সবাই রাস্তা খালি করেন, শহরে নাগিন আজমেরী হক।
বাঁধনের এই স্যাটায়ার পোস্ট নিয়ে নেটিজেনদের অনেকে রসিকতা করছেন। কেউ কেউ মানসিক সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...