×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-০২, সময় - ১৩:১২:৫৩

নারী ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় আসর আপাতত স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৬ জুন থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আট দলের এই প্রতিযোগিতা। তবে বৃষ্টির প্রবল আশঙ্কা ও ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার কারণে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই জুন মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে। এরই মাঝে দেশটিতে ১৪ বছর পর ফের দেখা দিয়েছে চিকুনগুনিয়ার প্রকোপ। বিষয়টি সামনে এনে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি শাম্মি ডি সিলভা এসিসিকে একটি চিঠি পাঠান। তার পরেই এসিসি টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দেয়।

 

 

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, পাকিস্তানের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত দল টুর্নামেন্টে অংশ নেবে না। তবে এসিসি সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালে প্রথম নারী ইমার্জিং এশিয়া কাপ হয়েছিল হংকংয়ে, যেখানে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত ‘এ’। শ্রেয়াঙ্কা পাতিল হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

এসিসি জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি ও স্বাস্থ্যঝুঁকি স্বাভাবিক হলে নতুন তারিখে টুর্নামেন্ট আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...