×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-১৯, সময় - ০৬:১৭:১১
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন এ কথা অনেকেই এরইমধ্যে জেনে ফেলেছেন। তবে তার স্বামীকে দেখার আগ্রহ ছিল অনেকের। এবার প্রকাশ পেলো ছবি। অফ হোয়াইট পোশাকে এই নব দম্পতিকে দারুণ আভিজাত্যপূর্ণ দেখাচ্ছে। একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের ফটোসেশন করেছেন ফারিয়া ও তার স্বামী।
 
শবনম ফারিয়া বিয়েতে পরেছেন অফ হোয়াইট ভারী কাজের শারারা, সঙ্গে সোনার গলাজোড়া গয়না। আর আর স্বামী একই রঙের পাঞ্জাবী-পাজামা ও কোটি। দু’জনের হাতেই বাগদানের আঙটি।
এই অভিনেত্রী জানিয়েছেন, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...