×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-১৮, সময় - ০৯:২৬:৩৬জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই ‘৭২-এর সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন, এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চান, আবারও বাংলাদেশে গণ-অভ্যুত্থান ঘটবে— যদি এই সংবিধান আপনারা বদলাতে না দেন।
