প্রেমিকার খোলস থেকে বেরিয়ে ভিন্ন রকম চরিত্রে হাজির হয়ে ইতিমধ্যেই
দর্শকের মন জয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার
‘ধূমকেতু’, ‘গৃহপ্রবেশ’ দিয়ে এখনো আলোচনায় অভিনেত্রী।
এরমধ্যেই খবর, কৌশিক গাঙ্গুলির সঙ্গে এবার তিনি নতুন অ্যাডভেঞ্চারের ফন্দি আঁটছেন! ফাঁস হয়ে গেল তাদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য!
মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী, যেখানে তার
সঙ্গে দেখা গেছে কৌশিক গাঙ্গুলিকে। দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে
যাচ্ছেন।
ছবির ক্যাপশনেও তাই লেখা, ‘হাসতে হাসতে খুন করে দেব।’ কৌশিকও সে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন।
নতুন ছবি নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা না দিলেও সূত্রের খবর, নতুন
থ্রিলার ছবি শুরু করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আর সেখানেই প্রথমবারের মতো
নেগেটিভ অর্থাৎ খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।
এ জাতীয় আরো খবর..