একটা সময়ে সুপারহিট সিনেমায় নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী
আমিশা প্যাটেল। যে ছবিতেই কাজ করেন সেই পরিচালক-প্রযোজকদের দোষত্রুটি
থাকলেও মুখের উপর বলতে দ্বিধাবোধ করেন না তিনি। একটি সাক্ষাৎকারে বলিউড
ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুলেছেন আমিশা।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা বলেন, ‘দর্শকদের
ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমি কোনও নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত
নই। আমি মদ্যপান, ধূমপান কিছুই করি না। কাজের জন্য কারও তোষামোদও করি না।
আমি যা অর্জন করেছি, তা আমার যোগ্যতায় করেছি। এই কারণে কিছু মানুষ আমাকে
অপছন্দ করে। আমি আশেপাশের কাউকে ফলো করি না।’
তিনি জানিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিতে আপনার কোনও প্রেমিক বা
স্বামী না থাকলে আপনার পক্ষে বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। নিজেকে একজন
ভালো অভিনেতা হিসেবে তুলে ধরাও কঠিন হয়ে পড়ে। আপনি অন্যদের কাছ থেকে কম
সাপোর্ট পাবেন। বহু বছর ধরে চলে আসছে এই বিষয়গুলো।’
‘৯০ শতাংশ সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কেনেন। এজেন্সিগুলো
মানুষের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিনিময়ে, তারা লক্ষ
লক্ষ ফলোয়ার পাইয়ে দেয়। আমাদের সকলের সঙ্গে সেই এজেন্সি যোগাযোগ করেছে।’
অভিনেত্রীর মতে, ‘অনেক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের অনেক
টাকাও দিয়েছে। এরা যদিও আসল ফলোয়ার নয়। আমার কাছেও অনেকবার টাকা চাওয়া
হয়েছিল। কিন্তু আমি এই প্রস্তাব রিজেক্ট করেছি। আমি আমার আসল ভক্তদের
পছন্দ করি। তাই চাই না যে টাকা দিয়ে আমায় ফলো করাতে।’


