চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম দুই ম্যাচে জয় পেলেও
তৃতীয় ম্যাচে লিভারপুলের কাছে হেরে গিয়েছিল ১-০ গোলে। তবে চতুর্থ ম্যাচে
এসে আবারও জয় পেল গানাররা। আজ শনিবার নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে উড়িয়ে
দিয়েছে মিকেল আর্তেতার দল।
আর্সেনালের হয়ে দুই অর্ধে চমৎকার দুটি গোল করেন মার্তিন জুবিমেন্দি।
জালের দেখা পেয়েছেন ভিক্তর ইয়োকেরেশও। এই মৌসুমে আর্সেনালে যোগ দিয়ে
প্রথম তিন ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট ছিল না জুবিমেন্দির। এবার এক
ম্যাচেই দুই গোল করলেন স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
৩২তম মিনিটে প্রথম গোল করেন জুবিমেন্দি। বক্সের বাইরে
থেকে তার ক্ষিপ্র গতির ভলি প্রতিপক্ষের একজনের মাথায় লাগলেও জালে জড়ায়।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন আরেক নবাগত
ইয়োকেরেশ। এই নিয়ে আর্সেনালের জার্সিতে তার গোল হলো তিনটি। ৭৯তম মিনিটে
দলের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন জুবিমেন্দি। চার ম্যাচে তিন
জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে তারা।
এ জাতীয় আরো খবর..