×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-০৩, সময় - ০৪:০২:২৫

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট পড়ানোর সময় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আরিফুল ইসলাম আরিফ (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। অভিযুক্ত আরিফ উপজেলার তেলিহাটী ইউনিয়নের মুলাইদ এলাকার মো. কামাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকার একটি বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক।

এর আগে গত শনিবার শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মেয়েটি (১৩) একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
মেয়েটির দাদা জানান, আরিফ একটি মাদরাসারও পরিচালক। সেখানে তার নাতনিকে প্রাইভেট পড়াতেন আরিফ।

গত শনিবার সকাল সোয়া ১১টার দিকে প্রাইভেট পড়ানোর সময় মাদরাসার একটি কক্ষের ভেতর তার নাতনির ওপর নির্যাতন চালান ওই শিক্ষক। এর পর থেকে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেতে চাচ্ছিল না মেয়েটি। এক পর্যায়ে গতকাল বুধবার নির্যাতনের শিকার মেয়েটি স্বজনদের কাছে ঘটনা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়ে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘এই ঘটনায় গতকাল (বুধবার) রাতে মেয়েটির দাদা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আরিফকে গ্রেপ্তার করেছে।’

-গাজীপুর প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...