×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০১, সময় - ০৮:৪৮:৩১

ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট সবসময়ই চমকে ভরা। তবে ২০২৬ সালের জন্য যে পরিকল্পনা নিচ্ছে বার্সেলোনা, তা নিঃসন্দেহে হতে চলেছে এক বড়সড় দলবদলের ইঙ্গিত। এবার বার্সার নজরে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা হুলিয়ান আলভারেজ।

ম্যানচেস্টার সিটিতে আর্লিং হলান্ডের ছাঁয়ায় সেভাবে নজরে না পড়লেও গত মৌসুমে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত খেলছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন। চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও গত দুই ম্যাচেই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে পাদপ্রদীপের আলোয় ‘লা আরানা’।

গত মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের জার্সিতে ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর হলেও দলগতভাবে কিছুই জিততে পারেননি হুলিয়ান আলভারেজ। কোচ দিয়েগো সিমিওনের কৌশলে তার প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না বলেও অনেকেরই মত। তাই সেরাদের কাতারে জায়গা করে নিতে তাকে দলবদলের পরামর্শ দিয়েছেন অনেকেই। আগামী মৌসুমেই মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা জেগেছে আলভারেজের।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...