×

সর্বশেষ :
আমার ভাই হত্যার বিচার যেন প্রকাশ্যে দেখতে পারি : ওসমান হাদির ভাই হাদিকে হারিয়ে কাঁদছে বাংলাদেশ রোববার ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা, হবে সামরিক মর্যাদায় দাফন ভাইয়ের ইমামতিতে শহিদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে: রাকসুর ভিপি ফেসবুককে উসকানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের চিঠি জাপার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, শিশুর মৃত্যু জানাজার জন্য ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-০২, সময় - ০৮:২৮:৫৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কুড়িগ্রামের মানুষ বরাবরই বঞ্চিত হয়ে আসছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়। যতদিন দেশের প্রান্তিক মানুষের উন্নয়ন না হবে ততদিন সে উন্নয়নকে উন্নয়ন বলা যাবে না।

আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম এলাকার ত্রিমোহনী বাজার থেকে ঘোষপাড়া এলাকা পর্যন্ত জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

নাহিদ বলেন, কুড়িগ্রাম মানেই তিস্তার পানির ন্যায্য হিস্যার লড়াই। কুড়িগ্রাম মানেই মুক্তিযুদ্ধে তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া। সিপাহী বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার লড়াই করেছে। কুড়িগ্রাম সব সময় নির্যাতিত হয়েছে। অতিষ্ঠ হয়েছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। উন্নয়নের কথা সব সময় শোনা গেলেও তা সবার কাছে পৌঁছে না।

নাহিদ আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন টালবাহানা আমরা মেনে নেব না। কুড়িগ্রামকে যেন অবহেলা না করা হয় সেজন্য এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজও সীমান্তে আমাদের ভাইয়েরা মারা যায়। আমরা আমাদের বোন ফেলানীর হত্যার বিচার এখনো পাইনি। ভারতের গোলামীর দিন শেষ। সীমান্তে আর একটিও হত্যাকাণ্ড আমরা মেনে নেব না।

সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করা হয়েছে উল্লেখ করে নাহিদ আরও বলেন, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন। সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

– বাসস

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...