×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-০৯, সময় - ০৫:৫৩:০৬বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা যাকেই ভোট দেন না কেন আপনার কেন্দ্রে আসুন। আপনাদের পছন্দমতো ভোট দিন।
আমার মনে হচ্ছে, জিতি বা হারি এটার চেয়ে বড় কথা, আমি ভোট দিয়ে যেন জিতে গেছি।
এ সময় তিনি বলেন, আমার ২৭ বছর বয়সে আমি কোনো ভোট দিইনি। এটাই আমার প্রথম ভোট।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন তিনি।
হুইলচেয়ারে করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
