×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-২৬, সময় - ১২:৪৬:৫৯

মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুতায়িত হয়ে সেতু (৩০) নামের এক গৃহিণী ও তার সাত মাস বয়সী মেয়ে আনিশার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টার দিকে তাদের মৃত্যু হয়।

সেতু ওই এলাকার আউয়াল মোল্লার স্ত্রী। নিহতের ভগ্নিপতি রিপন বিশ্বাস জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু।

এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান তিনি। তখন তার কোলে থাকা শিশু আনিশাও মায়ের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে তারা মারা গেছেন। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...