×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-২৭, সময় - ১১:৩৩:৪৪

ডেঙ্গু আক্রান্তে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

রোববার (২৯ জুন) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত সোমবার (২৩ জুন) জ্বর ও শরীর ব্যথাসজ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন ফেরদৌসী। এরপর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হলে গত বুধবার (২৫ জুন) তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফেরদৌসীর।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ ১০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজন রাজশাহী, ৪ জন চাঁপাইনবাবগঞ্জ ও অপরজন নওগাঁ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুইজন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...