×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-৩০, সময় - ০৮:৫৬:২০

সাইপ্রাসের ফুটবলে যেন নতুন এক রূপকথার জন্ম দিয়েছে পাফোস এফসি। মাত্র একযুগ আগে দ্বিতীয় ডিভিশনের দুটি ছোট ক্লাব-এইপি পাফো এবং এইকে কাউকলিয়া-এক হয়ে গড়ে তোলে এই দলটি। জন্মের পর থেকেই ক্লাবের প্রতীকে স্থান পেয়েছেন এক তরুণ বিপ্লবীর মুখ। তিনি ইভানগেলোস পাল্লিকারিদেস, যিনি ১৯ বছর বয়সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গেরিলা বাহিনী ইওকার হয়ে লড়েছিলেন। অস্ত্র বহনের দায়ে ধরা পড়ে মাত্র কিশোর বয়সেই ব্রিটিশদের হাতে ফাঁসি দেওয়া হয় তাকে। আন্তর্জাতিক চাপে নড়েনি ব্রিটিশরা। এরপর থেকেই পাল্লিকারিদেস হয়ে ওঠেন সাইপ্রাসের স্বাধীনতা সংগ্রামের এক অমর প্রতীক। আজও তার মুখ শোভা পাচ্ছে পাফোস এফসির ক্রেস্টে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...