×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২২-০৫-১৯, সময় - ০৮:০২:৩০শ্রীলঙ্কার কিছু সংসদ সদস্য (এমপি) অধিবেশন চলাকালে তাদের জন্য জ্বালানি তেলের ব্যবস্থা করতে না পারলে তাদের জন্য যেনো কোনো হোটেলে থাকার ব্যবস্থা করা হয় সে আবেদন করেছেন। দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আজ (বৃহস্পতিবার) এমনটাই জানিয়েছেন।
শ্রীলঙ্কান পত্রিকা ডেইলি মিরর জানায়- স্পিকার বলেছেন, “কিছু সংসদ সদস্য বলেছেন, অধিবেশনে উপস্থিত থাকার জন্য তাদের যে পরিমাণ জ্বালানি তেল প্রয়োজন সেটা পাওয়া কঠিন। তাই তারা তাদের জন্য কিছু জ্বালানি তেলের ব্যবস্থা করার জন্য আমাকে অনুরোধ করেন। যদি সেটা পাওয়া সম্ভব না হয় তবে তারা হোটেলে থাকার অনুরোধ করেছেন।”
নরহেনপিতায় পুলিশের গ্যারেজ থেকে সংসদ সদস্যদের জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে- গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের প্রতিক্রিয়ায় স্পিকার এসব কথা বলেন।
