×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-২৯, সময় - ১৪:০৬:৪৬

শেরপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার ৮ ঘণ্টা পর শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুলাই) বিকেল ৬টার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত চাঁদনী বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক চাঁদনী বেগম শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে। নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ইউনাইটেড হাসপাতালে শেরপুর শহরের চাপাতলী এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগম অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার দুপুরে তাদের ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল। শনিবার সকালে ওই নবজাতকের মা শৌচাগারে গেলে কেবিন থেকে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান কালো বোরকা পরিহিত চাঁদনী বেগম নামে ওই নারী। বিষয়টি জানাজানি হলে নবজাতকের স্বজন ও স্থানীয় জনতা ভিড় জমান ওই হাসপাতালে। এদিকে ঘটনার পরপরই পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে।

পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিজের শিশুসন্তানকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত শিশুটির বাবা ফিরোজ মিয়া ও মা আবেদা বেগমসহ তার স্বজনরা। তারা আইনশৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ঘটনার পর থেকেই পুলিশ নবজাতকটিকে উদ্ধারসহ সিসিটিভি ফুটেজে পাওয়া বোরকা পরিহিত ওই নারীকে আটক করতে অভিযান শুরু করে। পরবর্তীতে কুরুয়া কাজীপাড়া থেকে নবজাতককে উদ্ধারসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-শেরপুর প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...