×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-২৯, সময় - ১৪:০৫:০৩

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণকারী শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (২৯ জুন) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির কর্মকর্তা জানান, ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এ ঘটনা নিয়ে রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। ডিবির দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন। গ্রেপ্তার ব্যক্তি কীভাবে এই হামলার সঙ্গে জড়িত, পরিচয় এবং ঘটনার পেছনের কারণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি গোপন অভিযানে গেলে ডিবি সদস্যদের ওপর গুলি চালানো হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...