×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২৪, সময় - ০৫:১৪:৩৫
চাঁদপুর মাছঘাটে শনিবার নিলামে উঠেছে দুই কেজি ওজনের একটি বড় ইলিশ, যা শেষ পর্যন্ত ৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কিনেছেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট বেপারী। তিনি রোববার মাছটি ঢাকায় এক ক্রেতার কাছে পাঠানোর পরিকল্পনা করছেন।
স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানিয়েছেন, ভরা মৌসুমে এই ধরনের বড় ইলিশ কম দেখা যায়। নিলামে মাছটি প্রথমে দর্শনার্থীদের নজর কাড়তে থাকে, এরপর ক্রেতাদের মধ্যে দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রতি কেজির হিসেবে মাছটির দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭৭৫ টাকা।
সম্রাট বেপারী জানিয়েছেন, মাছটি লক্ষ্মীপুরের মেঘনার বাড়তির খাল এলাকা থেকে গোফরান বেপারী চাঁদপুর আড়তে পাঠান। এমন বড় ইলিশ ঘাটে সচরাচর কম আসে।
মাছ কিনতে আসা ক্রেতারা জানিয়েছেন, দাম বাড়তি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে এটি কেনা কঠিন। তবে বড় ইলিশের স্বাদ আলাদা হওয়ায় ধনীরা উচ্চমূল্য দিয়ে এসব মাছ কিনে নিয়ে যায়।
চাঁদপুর অঞ্চলের ইলিশ দেশজুড়ে বিখ্যাত। সাম্প্রতিক বছরগুলোতে বড় ইলিশের সংখ্যা কমে যাওয়ায় বাজারে আসলেই দাম কয়েকগুণ বেড়ে যায়। চাঁদপুরে ইলিশের ভরা মৌসুমে সাধারণত প্রতি কেজি মাছের দাম থাকে ২ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...