×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৪, সময় - ০৭:৪৬:১৪

কার্টন থেকে বের হচ্ছে ব্র্যান্ড নিউ টেলিভিশন। ঝকঝকে স্ক্রিনে চালু হলো মিউজিক ভিডিও। চোখ আটকে গেলো সনি লেখা জায়গাটায়। স্বাভাবিকভাবেই যে কেউ ধরে নেবে এটি বৈশ্বিক ব্র্যান্ড সনি’র টেলিভিশন। আদতে এটি সনি ব্র্যান্ডের কোনো টেলিভিশন নয়। শুধু নামটি ব্যবহার করা হয়েছে সনির।

বাজারে এমন প্রচুর টেলিভিশন রয়েছে যেগুলোতে নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি করা হচ্ছে দেদারসে। চীন থেকে আমদানি করা এসব টিভির দাম ব্র্যান্ডের তুলনায় কম। তাই অনেক ক্রেতা মারপ্যাঁচ না বুঝে নামি দামি ব্র্যান্ড ভেবেই কিনে নিচ্ছেন এসব পণ্য। এছাড়া হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক জায়গায় চাহিদা রয়েছে এসব টিভির।

দেশে বৈদ্যুতিক সরঞ্জাম ও বাতির বাজার প্রায় ৬ হাজার কোটি টাকার। এ বাজারে নকল পণ্যের রমরমা বাণিজ্য ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের।

বিক্রেতাদের একজন বলেন, এই প্রোডাক্টগুলো বেশি চলে। ক্রেতা বলে একটু কম দামের ভিতর ভালো টিভি দেন।

বিক্রেতাদের আরেকজন বলেন, মানুষ জানে এসব চায়না পণ্য। তাই প্যাকেজে যে নাম থাকে ওই নামেই বিক্রি করছি।

শুধু কী টেলিভিশন? বৈদ্যুতিক পাখার বাজারেও ক্রেতার সঙ্গে চলে ইঁদুর বিড়াল খেলা। নামিদামি ব্র্যান্ডের লোগো বা নাম কাছাকাছি মিল রেখে তৈরি বৈদ্যুতিক পাখা চোখে পড়ে, যা নকল। আবার কিছু নামি ব্র্যান্ডের বৈদ্যুতিক পাখা না থাকার সুযোগে সে নামেই পাখা বের করছেন কেউ কেউ। কিন্তু এসব বোঝার সাধ্য কি ক্রেতার আছে?

জানা গেছে, দেশেরে ইলেকট্রনিক্স ও আলোক সরঞ্জামের বাজার এখন নকল আর মানহীন পণ্যের দখলে। ফায়ার সার্ভিস বলছে, দেশে বছরে অন্তত ৯ হাজার অগ্নিকাণ্ড ঘটছে শুধু নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...