৬ বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত

কুয়েত এবং ইরান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করছে। এরই অংশ হিসেবে ছয় বছরের বেশি সময় পর কুয়েত নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইরানে।

২০১৬ সালে ইরান এবং সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর কুয়েত তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার কুয়েতের রাষ্ট্রদূত বদর আব্দুল্লাহ আল মুনাইখ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের কাছে তার পরিচয় পত্র পেশ করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা গ্রহণ করেন। খবর ইরনার।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুনাইখকে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা নিশ্চিত করেছে।

এদিকে, ইরানের কূটনৈতিক মোহাম্মদ ইরানি তেহরানের পক্ষ থেকে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.