হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি ছাড়ালো!

হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার জানিয়েছেন, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি পার হয়েছে। স্মার্টফোনে বার্তা আদান–প্রদানের অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের ২০০ কোটি ব্যবহারকারী ছুঁয়ে ফেলাকে মাইলফলক হিসেবে দেখছেন উদ্যোক্তারা।

ফেসবুকের বর্তমান ব্যবহারকারী হচ্ছে ২৫০ কোটি। অর্থাৎ, এখন ফেসবুকের চেয়ে ব্যবহারকারীর দিক থেকে মাত্র ৫০ কোটি পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ। ক্যাথকার্ট বলেছেন, ফেসবুকের ওপর নির্ভরশীল থেকে হোয়াটসঅ্যাপ তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং এনক্রিপটেড মেসেজিং সেবা দিতে কাজ করবে।

উল্লেখ্য ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছিল ফেসবুক।

ফেসবুকের একজন মুখপাত্র অবশ্য বলেছেন, ফেসবুক পৃথক কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাবে এবং প্রাইভেসি ও নিরাপত্তা বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান দেখাবে।

জ্যান কউম ও ব্রায়ান অ্যাক্টন ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন। হোয়াটসঅ্যাপ তৈরির আগে ইয়াহুতে কাজ করতেন দুজন।
হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফেসবুকে নেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপের এনক্রিপশনের মান দুর্বল করে ফেলা হচ্ছে, এই অভিযোগে ২০১৮ সালে কউম হোয়াটসঅ্যাপ ছেড়ে দেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.