হোটেলরুমের ভিডিও ফাঁসে ক্ষুব্ধ কোহলি

বিশ্বকাপের মতো আসরে ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির হোটেল কক্ষের ভিডিও ছড়িয়ে পড়লো টিকটকে। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতীয় ব্যাটার।

বিরাট কোহলির অনুপস্থিতিতে তারই কোনো এক ভক্ত তার হোটেল রুমে ঢুকে ভিডিও ধারন করে সেটিই প্রকাশ করে দিয়েছেন টিকটকে। ভিডিও’র উপর স্পষ্ট করেই লেখা, ‘কিং কোহলি’স হোটেল রুম’। আর সেই ভিডিও চোখে পড়ার পরই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোহলি। মানুষের গোপনীয়তাকে সম্মান করার জন্য এবং তাদেরকে বিনোদন পণ্য হিসাবে বিবেচনা না করার অনুরোধও জানিয়েছেন কোহলি।

সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন কোহলি। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হোটেল কক্ষে ঢুকে মোবাইল ফোন দিয়ে কোহলির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছেন। সে সময় সেখানে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে কোহলির ব্যবহৃত জুতো, ঘড়ি, টুপি, সুগন্ধিসহ বিভিন্ন কিছু দেখা যাচ্ছে।

ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘আমি বুঝতে পারছি ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং আনন্দিত থাকে। তাদের সাথে দেখা করার জন্য ব্যাকুল থাকে। আমি সবসময় এ বিষয়ে প্রশংসা করি। কিন্তু আমার ব্যক্তিগত হোটেল রুমে প্রবেশ করে যে ভিডিওটি করা হয়েছে তাতে আমি আতঙ্কিত। আমি ভয় পাচ্ছি আমার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে।’

নিজের পোস্টে কোহলি আরও বলেন, ‘আমি যদি আমার নিজের হোটেল রুমেই গোপনীয়তা না রাখতে পারি, তাহলে আমি কি আসলেই কোন ব্যক্তিগত স্থান আশা করতে পারি?? আমি এই ধরণের অতিরিক্ত উন্মাদনা এবং গোপনীয়তার সম্পূর্ণ লঙ্ঘনের সঙ্গে একমত নই।’

ভিডিওটি দেখে ক্ষেপেছেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে আনুশকা বলেন, ‘এভাবে কেউ কী করে কারো প্রাইভেট স্পেসের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারে? এটা অমানবিক!’

কোহলির এই পোস্টে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বিস্ময় প্রকাশ করেছেন। ওয়ার্নার বলেছেন, ‘এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য এবং হাস্যকর। এটা কি আসলেই ক্রাউন পার্থ?’

কোহলির পোস্টে ভারতীয় অভিনেতা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, রাজনীতিবিদ রাহুল নারাইন কানালসহ অনেকেই হতাশা প্রকাশ করেছেন। অনেকে হোটেল কর্তৃপক্ষকে দোষারপ করে এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

ঘটনাটি ঘটেছে পার্থের ক্রাউন হোটেলে। কোহলির অনুপস্থিতিতে ঘরের ভিডিও তোলার ঘটনায় ক্ষমা চাইল হোটেল কর্তৃপক্ষ। এই কাজ যে কর্মীরা করেছিলেন তাদের বরখাস্ত করা হয়েছে। হোটেল কতৃপক্ষ জানিয়েছে, ‘এই সমস্যা সমাধানের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা জড়িত তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে গোটা ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করা হবে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.