স্বার্থপর হতে পারি না: সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল বলতেই মোহামেদ সালাহের প্রতিচ্ছবি ভেসে উঠে ফুটবলপ্রেমীদের চোখে।

তবে সালাহকে পেতে ম্যানচেস্টার ইউনাইডেট, পিএসজিসহ বেশ কয়েকটি ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। এদিকে ২০২৩ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হবে সালাহর।

তাই মিসরীয় এই ফরোয়ার্ড অলরেডদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা তা নিয়ে নানারকম গুঞ্জন চলছে।
ভক্ত-সমর্থকরা জানতে চাইছেন, কি চান সালাহ? লিভারপুলের থেকে যাবেন নাকি রোনাল্ডো বা মেসির সতীর্থ হবেন?

তবে মিশরীয় ফরোয়ার্ড এ নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি। ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে চান না তিনি।

এরপরও চুক্তির বিষয়ে শুক্রবার সালাহকে জিজ্ঞেস করে স্কাই স্পোর্টস।

কৌশলে প্রসঙ্গ এড়িয়ে যান সালাহ। দলের গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে নিয়ে ভাবাকে স্বার্থপরতা বলে আখ্যা দেন সালাহ।

তিনি বলেন, ‘আপাতত এসব নিয়ে ভাবছি না। হ্যাঁ বা না, আমি কিছুই বলতে পারব না। তবে আমি কী চাই, সেটা আগেও অনেকবার বলেছি। আর এখন চুক্তির বিষয়ে বেশি ভাবতে পারি না কারণ, দলের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। দলের এখন জয় প্রয়োজন। এমন পরিস্থিতিতে…আমি কেবল চুক্তি নিয়ে কথা বলতে পারি না। আমি শুধু দল নিয়ে ভাবতে চাই।’

সালাহ আবারও বলেন, ‘আমি স্বার্থপর হতে পারি না এবং কেবল আমার বিষয় নিয়েই পড়ে থাকতে পারি না। দল হিসেবে আমরা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি, তাই আমাকে শুধু দল নিয়ে কথা বলতে হবে। দলের জন্য সামনে কী অপেক্ষা করছে, সেদিকে নজর দিতে হবে আর এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা আরও বেশি ইতিবাচক থাকব। এরপর দেখা যাক, কী হয়।’

তথ্যসূত্র: স্কাই স্পোর্টস

You might also like

Leave A Reply

Your email address will not be published.