সশরীরে পরীক্ষা নিচ্ছে কুবি

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রোববার সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার আটটি বিভাগের ১১টি সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি চলছে বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ সাতটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া শুরু করে। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ফের সব ধরনের পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.