শপিংব্যাগে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার, ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শপিংব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫।  এ সময় দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার বিকালে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাদের নাম জানা যায়নি।

রাতে কক্সবাজার র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব -১৫ জানায়, মঙ্গলবার বিকালে কক্সবাজার র‌্যাব ১৫-এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকায় অভিযানে যায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ওই ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

আটক মাদক কারবারি ও উদ্ধার হওয়া আইস আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.